Wellcome to National Portal
Main Comtent Skiped

How to get key services

     ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করণ

১। জেলা নির্বাচন অফিসার, কুমিল্লা এর তফসীল মোতাবেক ছবি সহ ভোটার তালিকা প্রণয়নের জন্য ভোটারদের তথ্য সংগ্রহের জন্য নিয়োগকৃত তথ্যসংগ্রহারীগণ তথ্যসংগ্রহ করে ভোটারদের নিবন্ধনের জন্য ভোটর নিবন্ধন ২নং ফরম পুরণ করে ভোটার স্লিপ বিতরণ করেন। নিবন্ধনের তারিখে ভোটারগণ নিবন্ধিত হন। উক্ত ডাটা বেইস জেলা নির্বাচন অফিস, কুমিল্লা ও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।
২। মৃত্য জনিত কারণে ভোটারদের সংশ্লিষ্ট ভোটার এলাকা হতে তাঁদের নাম কর্তণ করা।
৩। ভোটারদের স্থানান্তরের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা ।

 

জাতীয় পরিচয় পত্র বিতরণঃ

 

জেলা নির্বাচন অফিস, কুমিল্লা হতে প্রাপ্ত ভোটারদের জাতীয় পরিচয় পত্র বিতণের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।

 জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কার্যক্রমঃ
১। বর্ণিত তফসীল মোতাবেক জেলা নির্বাচন অফিস, কুমিল্লা হতে মনোনয়ন পত্র ও নির্বাচনী নির্দেশিকা ও বিভিন্ন ফরম সংগ্রহ করে রিটার্ণিং অফিসারদের মাঝে বিতরণ করা ।
২। জেলা নির্বাচন অফিস, কুমিল্লা হতে বিভিন্ন নির্বাচনের জন্য ব্যালট পেপার, নির্বাচনী সামগ্রী সংগ্রহ করে রিটার্ণিং অফিসার ওি প্রিজাইডিং অফিসারদের মাঝে বিতরণের কার্যক্রম গ্রহণ করা ।
৩। ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রণয়ণ করা ও তাদের নির্বাচনী প্রশিক্ষণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা।
৪। স্বচ্ছ ব্যালট বাক্স, লিড বা ঢাকনা বিতরণ করা ।
৫। নির্বাচনী ফলাফল একীভুত করে জেলা নির্বাচন অফিস, কুমিল্লায় প্রেরন করা
৬। নির্বাচনী ফলাফল ইন্ট্রানেটের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করা
৭। নির্বাচন কমিশন সচিবালয় ও জেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা ।